
নারায়ণগঞ্জ সমাচার:
মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সেবায় অংশগ্রহনের প্রয়াসে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর সকল ছাত্রদের জন্য “মাস্ক” উপহার দিয়েছে পোশাক প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান “ঈশা ফ্যাশন”।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্কুলের পরিচালনা পর্ষদের নিকট এ মাস্ক হস্তান্তর করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী এবং স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম স্যারের নিকট এ মাস্ক হস্তান্তর করেন “ঈশা ফ্যাশন”র পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক, তরুন সমাজের আইকন ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রোকন উদ্দিন আরমান।
এসময় স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে ঈশা ফ্যাশন এর সকল অংশীদারদেরকে তাদের এই সুন্দর উপহারের এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একইসাথে মানবসেবায় প্রতিষ্ঠানটি যাতে আরো ভুমিকা রাখতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো.গোলাম ফারুক, মো.সেলিম হোসাইন, মো. জামান, মো.আব্দুর রহিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সময়ে মানুষের সেবায় কাজ করে প্রতিষ্ঠানটি।