ইউপি নির্বাচন ঘিরে ফতুল্লা আ:লীগের প্রস্তুতি সভা

30

নারায়ণগঞ্জ সমাচার:

নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সােমবার (৪ অক্টোবর) বিকেলে থানা আওয়ামীলীগের পঞ্চবটিস্থ কার্যালয়ে নির্বাচন এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সি: সহ-সভাপতি আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, গিয়াসউদ্দিন, মোস্তফা কামাল।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, দপ্তর সম্পাদক রাজীব হোসেন মিঠু, কোষাধ্যক্ষ মীর জাকারিয়া জাকির, সদস্য রঞ্জিত মন্ডল প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল্লাহ বাদল বলেন, সময় পেরিয়ে যাচ্ছে প্রতিটি ইউনিয়নে আমাদের দলের মনােনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাবাে। সময় ঘনিয়ে এসেছে মনােনয়ন প্রত্যাশী যারা এখনাে আমাদের কাছে  কাগজপত্র জমা দেননি, তারা খুব শীঘ্রই দিয়ে দিবেন আশা করছি।