
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো সাইফউল্লাহ বাদলকে চেয়ারম্যান পদে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন এলাকাবাসী।
ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত নৌকার সমর্থক ও সাধারণ জনগন এ অঙ্গীকার করেন।
রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৩ নং ওয়ার্ডের চরকাশিপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ জনগনের সকলেরই প্রায় অভিন্ন সুরে বলেন, গত ৫ বছরে যে উন্নয়ন কাশিপুরে হয়েছে তা এর আগে কখনোই হয়নি। আগামীতে সাইফউল্লাহ বাদল জয়ী হলে আরো বেশী উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন তারা।
আর তাই এলাকাবাসীর প্রতি আহবান রেখে নেতৃবৃন্দরা বলেন, ১১ তারিখ সকাল থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সাইফউল্লাহ বাদল ভাইকে পুনরায় বিপুল ভোটে জয়ী করতে হবে। এসময় স্থানীয়রা সকলেই সমস্বরে বাদলকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেম্বার প্রার্থী শামীম প্রমুখ।