চেয়ারম্যান প্রার্থীকে মোনাফেক বললেন আইয়ুব আলী

41

নারায়ণগঞ্জ সমাচার:

কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাইফউল্লাহ বাদলের প্রতিদ্বন্দি হাতপাখা প্রতীকের প্রার্থী মুহাম্মাদ ওমর ফারুককে মোনাফেক বললেন এক সময়ের বহুল বিতর্কিত ও জনমুখে প্রচলিত পতিতালয়ের দালালখ্যাত আইয়ুব আলী।

নির্বাচনকে সামনে রেখে সাইফ উল্লাহ বাদলের এক উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরকাশিপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আইয়ুব আলী বলেন, ওরা এতো বড় সাহস কোথা থেকে পায়, যে বাদল সাহেবের সাথে নির্বাচন করবো। আসলে আওয়ামীলীগ ক্ষমাশীল দল, আমরা বারবার ক্ষমা করে দেই বলে ওরা আমাদের দূর্বল মনে করে। অনেকে বলেছে ওরা (হাতপাখা মার্কা) এক পারসেন্ট ভোট পাবে। আমি মনে করি ওরা একটি ভোটও পাবে না, যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা বাদল ভাইয়ের লোক হবো। তাহলে আমরা বাদল সাহেবের সম্মান রক্ষা করতে পারবো, ঐ মোনাফেকরা যাতে একটি ভোটও না পায়।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে জনগনের ভোটের প্রতিফলন। আমরা কার বিরুদ্ধে নির্বাচন করবো, বিএনপি তো নির্বাচন করবে না, ওরা তো বয়কট করেছে। এখন যারা প্রতিদ্বন্দি আছে ওরা তো মুনাফেক। ওরা আমাদের টাকা খায়, ওরা আমাদের চামড়া খায়, ওরা নাকি ঈমানী দায়িত্ব পালন করতে নির্বাচনে অংশ নিচ্ছে। তাহলে কি আমরা সব বেঈমান হয়ে গেছি। ওরা ঈমানের ব্যবসা করে, এই মুনাফেকেরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে।

তিনি আরও বলেন, যে চেয়ারম্যান প্রার্থী দাড়িয়েছে সাইফ উল্লাহ বাদল ভাইয়ের বিরুদ্ধে, আমাদের জানা মতে কাশিপুরে ওর একটি বাড়ি নেই। এই মুনাফেক কিভাবে নির্বাচন করে। আমি মনে করি ওনারা নির্বাচন করে না, ওনারা আমাদের অপমান করে। যেই লোকের কাশিপুরে একটি বাড়ি নেই, সে কিভাবে চেয়ারম্যান ক্যান্ডিডেট (প্রার্থী) হয়। আমি চ্যালেঞ্জ করলাম, উনি আমার সাথে ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করুক। আমি অর্ধেক ভোটের ওরে ফেইল করামু। যদি না পারি তাহলে রাজনীতি ছেড়ে দিবো।