চতলার মাঠে আসাদুজ্জামান’র উঠান বৈঠক জনসভায় পরিণত

20

নারায়ণগঞ্জ সমাচার:

এনায়েতনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ওয়ার্ডের চতলারমাঠ এলাকার এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সোনালী বাংলা সংসদের উদ্যোগে ও এইচ.বি.সি হাই পাওয়ার লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মো. সেলিম রেজার সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান রিপন, ইউনাইটেড ক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, ৬ নং ওয়ার্ডের সকল মেম্বার প্রার্থী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সকল মহিলা মেম্বার প্রার্থীগণ।

এলাকাবাসীর বিভিন্ন দাবির প্রেক্ষিতে আসাদুজ্জামান বলেন, আমাদের প্রধান সমস্যা মাদকের সমস্যা। এলাকার পঞ্চায়েত কমিটি, যুব সমাজের সাথে যৌথভাবে এ মাদক নির্মূলে কাজ করবো। কোনো মাদক বিক্রেতাকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, গার্লস স্কুল-মহিলাদের জন্য স্বাস্থ্যক্লিনিক নির্মাণ, মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপনসহ সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।