
নারায়ণগঞ্জ সমাচার:
কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ের পর চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলকে শুভেচ্ছা জানাতে ১২ নভেম্বর সকাল থেকে প্রতিদিনই তার বাসভবনে মানুষের ঢল নামে।
সেখানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জয়ী ৯ জন মেম্বার, ৩ জন মহিলা মেম্বার, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলে শুভেচ্ছাপর্ব।
এরই ধারাবাহিকতায় এবার সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে বানানো নৌকা দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভ, যুবলীগ নেতা কাশেম, সুমন প্রমুখ।
ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান বলেন, আমরা আরও একটি জয় পেয়েছি। এ জয় আমার নয়, এ জয় কাশীপুরবাসীর। এর মধ্য দিয়ে ইউনিয়ন বাসীর প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল।
তিনি বলেন, ‘আমাকে পুনর্নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসাথে এ জয়ের কারণে জনগনের জন্য আরো বেশী কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি।’