১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি-সেক্রেটারীর স্মরণসভা

15

নারায়ণগঞ্জ সমাচার:

১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল করিম ও সাধারণ সম্পাদক পুলক কান্তি ঘোষাল স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।

মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব।

আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।

স্মরণসভার শুরুতে প্রয়াত এ দুই নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন সকলে। পরে তাদের স্মরণে স্মৃতিচারণ করেন নেতৃবৃন্দরা। স্মরণসভার শেষে প্রয়াতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।