দেশকে রাজনীতি-গণতন্ত্র শূন্য করতে চায় সরকার- এড. সাখাওয়াত

26

নারায়ণগঞ্জ সমাচার:

বেগম জিয়াকে সরকার হত্যা করতে চাচ্ছে এমন দাবী করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, এই দেশকে গড়ে তোলার জন্য, এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার, বেগম খালেদা জিয়াকে এ অধিকার থেকে বঞ্চিত করে এবং তাকে তিলে তিলে এই সরকার হত্যা করতে চাচ্ছে। চিকিৎসার অভাবে বেগম জিয়ার যদি কিছু হয় বা তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে এর দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদিশে নিয়ে সুচিকিৎসার দাবীতে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সাখাওয়াত বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে হবে, সরকার অগণতান্ত্রিক ও নিয়ম বহির্ভূতভাবে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না, যিনি ৭৭ বছর বয়স্ক একজন মানুষ। আমি আইনজীবী হিসাবে বলতে চাই, তাকে যে মামলায় সাজা দেয়া হয়েছে, এটি একটি সাজানো মামলা, সাজানো সাজা। অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করার দাবি জানাই।

তিনি বলেন, বাংলাদেশকে রাজনীতি শুণ্য করার জন্য এই সরকার একটি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে এই সাজানো সাজা প্রদান করেছে। এই সরকার গায়ের জোরে, প্রশাসনের জোরে তাকে সাজা দিয়েছে। এই সাজা আইন বহির্ভূত এবং এদেশের মানুষ এই সাজা মেনে নিতে পারে না।

তিনি আরও বলেন, আমি বলতে চাই, এই সরকার আইনের কোনো তোয়াক্কা করে না। আজকে আদালত থেকে সকল সরকারী প্রতিষ্ঠানকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। এর মাধ্যমে আজকে দেশকে গণতন্ত্রশূণ্য করা হয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে।

এ দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে তিনি বলেন, আপনারা দেখেছেন এ নির্বাচন কমিশনের অধীনে সকল বিরোধী দল ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রত্যাখ্যান করার পরেও শুধু আওয়ামীলীগের মধ্যেই এই নির্বাচন নিয়ে যেভাবে হত্যা ও মারামারি হচ্ছে, তাতে বলা যায় এদেশে সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না। অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করছি।

মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর কৃষকদলের আহবায়ক মনির হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।

জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এড. আনোয়ার প্রধানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সরকার হুমায়ন কবির, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, মহানগর তাতীদলের আহবায়ক মীর আলমগীর, সদস্য সচিব ইকবাল আহমেদ, মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন শিকদার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম রতন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী সাইফুল ইসলাম সাদ্দাম, ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি দোলন প্রমুখ।