
নারায়ণগঞ্জ সমাচার:
নাসিক নির্বাচনকে সামনে রেখে ১৮ নং ওয়ার্ডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাউন্সিলর কবির হোসাইন অহেতুকই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করছেন বলেও দাবী এলাকাবাসীর। সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নার চোখ তুলে ফেলার হুমকিসহ বেশ কিছু হিংসাত্মক ও হুমকিসূচক বক্তব্য দেন বর্তমান কাউন্সিলর কবির হোসাইন। গত শুক্রবার এক উঠান বৈঠকে এসব হুমকির জবাব দেন সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না।
শহীদনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে কামরুল হাসান মুন্না বলেন, কবিরাজ (কবির হোসাইন) কথা আপনার চেয়ে বেশী না জানলেও কম জানি না। যতো জায়গা চিনেছেন, বুঝেছেন, কিভাবে চিনেছেন, কিভাবে বুঝেছেন তা আপনি নিজেই বিভিন্ন জায়গায় বলেন। আপনি নিজেই বলেন, দীর্ঘদিন বাপ্পীর সাথে ছিলেন, দীর্ঘদিন আমার সাথে ছিলেন। মা-বোনদের সামনে আমি নির্বাচনী কথা ছাড়া অন্য কোনো কথা বলতে চাই না। তবে এটা কেউ ভাববেন না, নীরবতা মানে দুর্বলতা। কেউ ভাববেন না নীরবতা মানে সরলতা। আমি কঠিন হতে জানি।
সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে উল্লেখ করে মুন্না বলেন, আপনাকে উদ্দেশ্য করে বলছি ’৯৬ সাল আমি মুন্না কি করতে পারি আপনি দেখেছেন। সেনাবাহিনী একটা নির্বাচন দিয়েছিলো, আপনি মুন্নাকে দেখেছেন, মুন্না কি করতে পারে। আমি সেগুলো বলতে চাই না। ভয়ভীতি আমাকে দেখানো না, আমার সমর্থকদের দেখানো হচ্ছে। কৌশলটা বন্ধ করেন, নির্বাচন তো অনেক দুর। নির্বাচন হলো একবার, দেখা হবে বারবার, কথা হবে হাজার বার। বন্ধ করেন এগুলি।
তিনি বলেন, অলিতে-গলিতে কমিশনার বানিয়েছেন, ভালো কথা। এই গলিতে কমিশনার, ঐ গলিতে কমিশনার, এই পাড়ে কমিশনার, আলামিন নগর কমিশনার। কউ নলুয়া পাড়া তো কমিশনার বানাতে পারেন নাই, নলুয়া পাড়ার মানুষ আপনাদেরকে চিনে, আপনাদের বংশ সম্বন্ধে জানে। আমার সম্বন্ধেও মানুষ জানে।
এই ওয়ার্ডের প্রধান তিনটি সমস্যা নিয়ে বর্তমান কাউন্সিলর কবির হোসাইন গত পাঁচ বছরে কি করলেন এমন প্রশ্নও রাখেন তিনি। তিনি বলেন, স্যাটেলমেন্ট, গ্যাস সমস্যা, পানির ব্যবস্থা এই ৩টি বিষয়ে কি করলেন গত পাঁচ বছরে। একটা কাগজ দেখান না, যে এই পাঁচ বছরে এই ৩টি বিষয়ে একটা আবেদন করছেন। স্যাটেলমেন্ট হইলে অনেকে বাড়ি ঘর উন্নয়ণ করতে পারবেন, ব্যাংকের ঋণ পাবেন, রাজউকের প্ল্যান পাবেন, সবকিছু করা যাবে। এখন হয়তো করা যায় না। কিন্তু এক ময়লার ভাগাড়ে আমাদের এ অবস্থায় নিয়ে আসছে।
তিনি আরও বলেন, কেন ২৭টি ওয়ার্ডের ময়লা আমাদের এখানে আসবে? যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আপনার কথা সত্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়লা ফেলা হয়। তাহলে ডিসি সাহেব আপনাকে ময়লা দিলো, আর আপনি গত ৫ বছরে ডিসি সাহেবের কাছ থেকে এলাকার স্যাটেলমেন্টটা কেন আনতে পারলেন না?