আপনার মতো অমানবিক আচরণ আমরা করবো না আইনমন্ত্রীকে তৈমূর

30

নারায়ণগঞ্জ সমাচার:

আইনমন্ত্রী এড. আনিসুল হককে উদ্দেশ্য করে জেলা বিএনপির আহবায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, পাকিস্তান আমলে দেখেছি ভুট্টো জাতিসংঘে দাড়িয়ে বলেছিলো, পাকিস্তানের শাসনতন্ত্রের বাইরে যেতে পারি না। অনুরূপ ভাষায়, অনুরূপ মেজাজে, অনুরূপ চেহারা নিয়া আনিসুল হক বলেন আমরা আইনের বাইরে যেতে পারি না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশের যেতে না দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সংলগ্ন রাস্তায় শত শত নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এড. তৈমুরের নেতৃত্বে সবাইকে একসাথে নিয়ে মিছিল করার সময় পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার কারণে সকলকে নিয়ে সেখানেই বসে পড়েন তৈমুর। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে বক্তব্য রাখেন তিনি।

এড. তৈমুর বলেন, আইন কি? এটার ব্যাখ্যা আমরাও জানি। আমি প্রতিদিন বিভিন্ন টেলিভিশনের টক শো তে ব্যাখ্যা দিচ্ছি। আইনমন্ত্রী সাহেবকে অনুরোধ করছি, আপনি যদি পারেন তাহলে এ ব্যাখ্যা খন্ডন করেন। একটি ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, একটি ক্ষমতায় আপনেও থাকবেন না। আপনাকেও হাইকোর্টের বারান্দায় জামিনের জন্য আসতে হবে। আপনার চিকিৎসার জন্যও আপনাকে অনুকম্পা চাইতে হবে।

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি, আপনার যখন চিকিৎসার প্রয়োজন হয় তখন আপনার মতো অমানবিক আমরা হবো না। আপনার মতো অশোভন আচরণ আমরা করবো না, আপনার দল যে হিংসাত্মক আচরণ করছে তা আমরা করবো না।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, জেলা মহিলা দলের আহবায়িকা মায়া চৌধুরী প্রমুখ।