এড. শাহীন স্মরণে আইনজীবী সমিতির দোয়া

30

নারায়ণগঞ্জ সমাচার:

এড. মুহাম্মদ রেজাউল ইসলাম শাহীনের মৃত্যুতে আইনজীবী সমিতির পক্ষ থেকে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের নীচতলায় এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বারের সাবেক সহ-সভাপতি এড. মাসুদুর রউফ, পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, এড. তমিজ উদ্দিন, এড. সেলিনা ইয়াসমিন, বর্তমান সভাপতি মিয়া মুহাম্মদ মোহসীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি বিদ্যুৎ সাহা, সহ-সভাপতি রবিউল আমিন রনি প্রমুখ।

স্মরণসভায় এড. রেজাউল ইসলাম সম্পর্কে স্মৃতিচারণ করেন অনেকে। নারায়ণগঞ্জ বারের সভাপতি মোহসীন মিয়া এসময় বলেন, যেমনটা সকলে বলে গেছেন এড. শাহীন সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ ছিলো। তার মতো ঠান্ডা স্বভাবের মানুষ আমি খুব কমই দেখেছি। জীবনে কাজের সময় তথা মামলা চলাকালীন সময়ে তার বিপরীত পক্ষের কোনো আইনজীবী বা অন্য কেউ যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার পক্ষ থেকে সকলের নিকট ক্ষমাপ্রার্থনা করছি।