শীঘ্রই বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা গ্রহনের দাবি সাগর প্রধান’র

32

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান বলেছেন, আমার-আপনার মা যখন অসুস্থ হয় তখন আমরা যেভাবে ছটফট করছি, ঠিক তেমনিভাবে আজ বাংলার লাখো ছেলেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ছটফট করছে। বাংলাদেশের মা, গণতন্ত্রের মা আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনারা রাজনীতির দিকে না তাকিয়ে, একজন মায়ের দিকে তাকান। শীঘ্রই তাঁর মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করছি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর খানপুর হাসপাতালের সামনে শত শত নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সবাই মিলিত হয়ে একসাথে মিছিল নিয়ে চাষাড়ার দিকে আসতে চাইলে মেট্রোহল মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার কারণে উল্টো দিকে ব্যাক করে খানপুর হাসপাতালের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।

এসময় সাগর প্রধান বলেন, প্রশাসনের ভাইয়েরা মা আপনাদেরও আছে, মা আমাদেরও আছে। আমাদের মা যখন অসুস্থ হয়, সন্তান হিসাবে আমাদের কেমন লাগে? আজকে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, বাংলাদেশের মা, গণতন্ত্রের মা আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনারা রাজনীতির দিকে না তাকিয়ে, একজন মায়ের দিকে তাকান। একজন সাবেক প্রধানমন্ত্রীর দিকে তাকান, এই প্রধানমন্ত্রীর অধীনে প্রশাসনের অনেক ভাইদের চাকরি হয়েছে। কাজেই বিনয়ের সাথে বলি, যৌক্তিক আন্দোলনে আমাদেরকে আপনারা বাধা দিবেন না। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না।

তিনি আরও বলেন, আমাদের শুধু একটাই দাবী, অনতিবিলম্বে আমার মায়ের মুক্তি এবং চিকিৎসার অনুরোধ, আহবান জানাচ্ছি সকলের নিকট।