
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেছেন, আজকে বক্তব্য দেয়ার কোনো অবকাশ নেই, আমাদের দাবী একটাই, আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আমাদের শ্রদ্ধাভাজন মা, আমরা তার সন্তান। আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, উনি আজকে সিসিইউ তে ভর্তি, আমরা সন্তান হিসাবে এতটুকুই বলতে চাই, আমার মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করো। এটা উনার গণতান্ত্রিক অধিকার।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর খানপুর হাসপাতালের সামনে শত শত নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সবাই মিলিত হয়ে একসাথে মিছিল নিয়ে চাষাড়ার দিকে আসতে চাইলে মেট্রোহল মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার কারণে উল্টো দিকে ব্যাক করে খানপুর হাসপাতালের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।
এসময় মন্তু বলেন, আজকে বক্তব্য দেয়ার কোনো অবকাশ নেই, আমাদের দাবী একটাই, আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আমাদের শ্রদ্ধাভাজন মা, আমরা তার সন্তান। আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, উনি আজকে সিসিইউ তে ভর্তি, আল্লাহ রাব্বুল আলামিন জানিনা উনার ভাগ্যে কি লিখেছেন।
তিনি আরও বলেন, আমরা সন্তান হিসাবে এতটুকুই বলতে চাই, আমার মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করো, আমরা মহানগর যুবদল এই দাবিই করি। উপস্থিত আমাদের সামনে প্রশাসনের ভাইয়েরা, আপনেরাও একটি মায়ের সন্তান, আমরাও একটি মায়ের সন্তান। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের মা আজকে মৃত্যু শয্যায়। উনার জন্য আমরা তো জীবন দিতে পারবো না, উনার জন্য আমরা দোয়া করতে পারবো এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, উনার যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, শাহেদ আহমেদ, যুবদল নেতা লিংকন খান, রাফিউদ্দিন রিয়াদ, রাজীব, বাবু প্রমুখ।