বিশাল মিছিল নিয়ে গণসংযোগ করলেন সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির

46

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ১৪ নং ওয়ার্ডে এলাকার মুরুব্বী-যুবকদের সমন্বয়ে বিশালাকার মিছিল নিয়ে গণসংযোগ করেছেন সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির।

গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এ গণসংযোগ কার্যক্রম। একই সাথে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং অতীতে যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই বিষয়ে তিনি সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন।

নগরীর দেওভোগ এলাকা থেকে বিশালাকার একটি মিছিল নিয়ে ১৪ নং ওয়ার্ডের দেওভোগ আখড়া, নন্দীপাড়া, গোয়ালপাড়া, ভুইয়ারবাগ, পানির টাংকি, দাতা সড়ক, বাজনা পাড়াসহ বেশ কয়েকটি এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মনিরুজ্জামান মনির বলেন, আমি এর আগেও কমিশনার ছিলাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

তিনি বলেন, আমি যদি নির্বাচনে জয়ী হয়ে আসতে তাহলে আমি সর্বদা এলাকাবাসীর মাঝে থাকবো, তাদের পাশে দাড়াবো। মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, আমি জয়ী হলে এলাকার মুরুব্বী, যুবসমাজ ও মা-বোনদের নিয়ে মাদক কারবারীদের প্রতিহত করবো এবং তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।

তিনি আরও বলেন, এর আগেও আমি যখন কমিশনার ছিলাম তখন অনেক পুরোনো জুয়ার বোর্ড উচ্ছেদ করেছি। আমাকে অনেক লোভ দেখানো হয়েছিলো, দৈনিক প্রায় ৩০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখানো হয়েছিলো কিন্তু আমি তারপরও জুয়ার বোর্ড উচ্ছেদ করে দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন নুরুজ্জামান, সোহেল, রাকিবুল ইসলাম রাকিব, রিয়াদ, টনি প্রমুখ।