
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ১৪ নং ওয়ার্ডে এলাকার মুরুব্বী-যুবকদের সমন্বয়ে সাথে নিয়ে গণসংযোগ করেছেন নতুন হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ।
গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এ গণসংযোগ কার্যক্রম। একই সাথে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন, একইসাথে কোনো সন্ত্রাসীদের ভোট না দিতে অনুরোধ করেন।
এসময় তিনি বলেন, আমার বউয়ের স্বর্ণ বিক্রি করে বা আমার বাড়ি বিক্রি করে আপনাদের সেবা করবো এ ধরনের মিথ্যা ও প্রতারণা মূলক প্রতিশ্রুতি আমি কখনো দিবো না। আমি আপনাদের সন্তান, আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আমি নির্বাচিত হই বা না হই সর্বদা আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো এই আশাবাদ ব্যক্তি করছি।
নগরীর গোয়ালপাড়া এলাকা থেকে বিশালাকার একটি মিছিল নিয়ে ১৪ নং ওয়ার্ডের দেওভোগ আখড়া, নন্দীপাড়া, গোয়ালপাড়া, ভুইয়ারবাগ, পানির টাংকি, দাতা সড়ক, বাজনা পাড়াসহ বেশ কয়েকটি এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ ভোট প্রার্থনা করেন।