
নারায়ণগঞ্জ সমাচার:
নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, কোনো নারী কিন্তু তার স্বামীর সানিধ্য কখনো কাউকে দিবে না। আমি রাত ২-৩টা পর্যন্ত, যতক্ষণ আপনাদের প্রয়োজন ততক্ষণ আপনাদের সেবা দিয়ে আমার বাড়িতে যাই। রাত ২-৩টার পরে আমরা স্বামী-স্ত্রী সুখ-দু:খের কথা বিনিময়র করি, তারপর আমাকে খাওয়া-দাওয়া করায়, তারপর তাহাজ্জুদ নামাজ পড়ে আমি ঘুমাই।
প্রতিবছরের ন্যায় এবারও কাউন্সিলরের নিজস্ব অর্থায়নে বারো হাজার এলাকাবাসী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এ কম্বল বিতরণ কার্যক্রম।
এসময় বাবু বলেন, কোনো নারী এই সুযোগ দিবেন না তার স্বামীকে। আমি ১০ বছর যাবৎ আমার শ^শুর বাড়িতে যাই না। সত্যিকার অর্থে আমি একজন ভাগ্যবান স্বামী। এমন একজন নারীর স্বামী হতে পেরেছি, যে নারী আপনাদের জন্য আপনাদের সেবা করার জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছে।
তিনি বলেন, ঈদের দিনও আপনাদের অপেক্ষায় থাকি, কারণ কেন জানি আপনাদের ছাড়া আমার ভালোই লাগে না। আমি কোথাও গেলে আমার মনে হয় যে, আমার এলাকায় কি হয়েছে, কার কি বিপদ হয়েছে, কে আমাকে খুঁজছে? মানুষের সাথে না মিশলে আসলে বুঝা যায় না, মানুষের সাথে মেলার যে স্বাধ তা বুঝা যায় না।
তিনি আরও বলেন, আল্লাহ পাক যদি আমার মৃত্যুর পরে ২য় বার আমাকে দুনিয়ায় প্রেরণ করে তাহলে আল্লাহ পাকের কাছে আমার একটা প্রার্থনা থাকবে যে, এই নারীই যেন আমার সহধর্মিনী হয়ে আমার জীবনে আসে।
এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ¦ মালেক ভুইয়া, আক্তার মিয়া, তোফাজ্জল, ইকবাল, বাদল, লিকু ভুইয়া, এস বি স্যাটেলাইট ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব রিয়াদ হাসান, তানভীর সুমন প্রমুখ।