
নারায়ণগঞ্জ সমাচার:
আমি বা আমার স্বামী যখন না থাকবে তখন আমার ছেলে আপনাদের পাশে দাড়াবে, আপনাদের সেবা করবে, সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। ও কখনো কাউন্সিলর হিসাবে আসবেনা। তাছাড়া কাউন্সিলর হয়েই যে সেবা করতে হবে এমন কোনো কথা নেই। জনপ্রতিনিধি না হয়েও আমাদের ছেলে সবসময় আপনাদের পাশে থাকবে, এমন শিক্ষাই ওকে দিয়েছি। কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার সহধর্মিণী মিসেস ফারহানা করিম।
প্রতিবছরের ন্যায় এবারও কাউন্সিলরের নিজস্ব অর্থায়নে বারো হাজার এলাকাবাসী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় তারা এ কথা বলেন।
ফারহানা করিম বলেন, আমি বা আমার স্বামী যখন না থাকবে তখন আমার ছেলে আপনাদের পাশে দাড়াবে। শুধু ও থাকলেই হবে না, আপনারাও ওকে আপন করে নিবেন, ও যাতে আপনাদের কাছে যেতে পারে সেই ব্যবস্থা করবেন। ও যাতে ওর বাবার পথ অনুসরণ করে আপনাদের পাশে থাকতে পারে। আমাদের তো চাওয়া-পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাদের অনেক দিয়েছে।
আব্দুল করিম বাবু বলেন, মৃত্যুর পরে আমার ছেলে কাউন্সিলর হিসাবে আসবে না, তবে সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমার মায়ের কথায় আমি সামাজিকতায় এসেছি এবং এই সামাজিকতা মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনারা চাইবেন, ঠিক ততদিনই আপনাদের পাশে থাকবো। আমার ছেলে আমার মৃত্যুর পর কাউন্সিলর হবে, এটা যদি কেউ চিন্তা করে তাহলে তিনি ভুল চিন্তা করছেন, এটা হবে না।
তিনি আরও বলেন, ইচ্ছা করলে উপায় হয়, কাউন্সিলর হয়েই যে আপনাদের সেবা করতে হবে এমন কথা নয়। কাউন্সিলর না হয়েও আমার ছেলে আপনাদের পাশে থাকবে। কিন্তু আমার পর্যন্ত এই প্রতিনিধিত্ব শেষ।