
নারায়ণগঞ্জ সমাচার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট হতে শীতার্তদের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে যে কম্বল এসেছে তা একজন কাউন্সিলর, একজন জনপ্রতিনি হিসাবে এলাকাবাসীর মাঝে দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে শীতার্ত ও অসহায়দের জন্য প্রেরিত কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ওয়ার্ড কাউন্সিলরের নিজ কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
কাউন্সিলর বাবু আরও বলেন, আপনারা সকলে দোয়া করবেন, মহান আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘায়িত করে এবং তিনি যেন এভাবেই জনগনের পাশে েেক জনগনের সেবা করতে পারেন। একইসাথে দেশকে যেন উন্নয়নের শিখরে পৌছাতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন এসবি স্যাটেলাইট ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন, ওয়ার্ড সচিব ও পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ হাসান, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সদস্য এম এ রহিম পাটোয়ারী, তানভীর সুমন প্রমুখ।