
নারায়ণগঞ্জ সমাচার:
সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাসেদ প্রধান বলেছেন, আমি ২বছর এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বারের দায়িত্বে ছিলাম। ইতিমধ্যেই আমি এলাকার প্রায় অর্ধেক কাজ শেষ করতে পেরেছি, নির্বাচিত হলে আগামী ২/৩ বছরের মধ্যে বাকী কাজ সম্পন্ন করতে পারবো। কেননা আমি জানি, কিভাবে কাজ করতে হয়। আমার নেতা একেএম শামীম ওসমানের কাছ থেকে শিখেছি কিভাবে কাজ করতে হয়।
ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের সস্তাপুর ঈদগাহ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে জানা গেছে।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, যুবলীগ নেতা আজমত উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফায়েল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।
এসময় বাসেদ প্রধান বলেন, আমার বাবা প্রয়াত মালেক মেম্বার দীর্ঘসময় তথ্য দীর্ঘ ২৯ বছর এ ওয়ার্ডে মেম্বার ছিলেন। তার মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত মেম্বার হিসাবে ২ বছর দায়িত্বে ছিলাম। ইতিমধ্যেই আমি ওয়ার্ডের প্রায় অর্ধেক কাজ শেষ করতে পেরেছি। যদি আমি পুনরায় নির্বাচিত হই, তাহলে আগামী ২/৩ বছরের মধ্যে অসমাপ্ত সকল কাজ সম্পন্ন করতে পারবো। কেননা আমি জানি, কিভাবে কাজ করতে হয়। আমার নেতা একেএম শামীম। কাছ থেকে শিখেছি কিভাবে কাজ করতে হয়।