পলাশকে গুলি করার হুমকি দিয়েছিলো জি কে শামীম

26

নারায়ণগঞ্জ সমাচার:

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পদাক কাউসার আহমেদ পলাশ বলেছেন, আমাদের এই আলীগঞ্জ মাঠের কথা বারবার বলতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে এই মাঠ কিভাবে এসেছে। এই মাঠ রক্ষার আন্দোলন করতে গিয়ে বারবার হুমকি-ধামকির স্বীকার হয়েছি। বিভিন্ন ভাবে আমাদের নিরুৎসাহিত করা হলো, এক শ্রেণীর হলুদ সাংবাদিকদের দিয়ে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করলো। শুধু তাই নয়, জাতীয় সংসদে দাড়িয়েও এই মাঠ নিয়ে মিথ্যা মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হয়েছে।

আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত উইনার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, এখানেই শেষ নয়, মাননীয় প্রধানন্ত্রীর কাছে ২৫ হাজার এলাকাবাসীর স্বাক্ষর জমা দিয়েছিলাম। হাইকোর্টে যখন মামলা করেছি, তখন একটা ফোন আসলো যে, মামলাটা প্রত্যাহার করে ফেলো, তখন আমি বললাম আমি বিবেচনা করবো। ঠিক তারপরই আর একটা ফোন আসলো, ফোন করলো জি কে শামীম। আমি তখন তাকে চিনতাম না, জানতামা না। সে আমাকে উচ্চস্বরে চ্যালেঞ্জ দিয়ে বললো, মামলা প্রত্যাহার করতে হবে নয়তো ঢাকায় আসলে গুলি করে মেরে ফেলা হবে। আমি তখন বলেছিলাম, কে তুমি, আমি আসবো, মাঠের আন্দোলনের জন্য তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম।

তিনি আরও বলেন, এরপর আমরা একটি প্রতিবাদী টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। যেখানে সিনিয়র খেলোয়ার কায়সার হামিদ, আসলাম, কাননসহ অনেকেই খেলেছেন। সেদিন অতিথি হিসাবে অনেকেই আসতে চায় নি, গরম পরিস্থিতির কারণে কিন্তু আইভী আপা প্রধান অতিথি হিসাবে তিনি এসেছিলেন। তিনি এসে ছাত্র-যুবক, খেলোয়ারসহ সাধারণ জনগনসহ পুরো আলীগঞ্জবাসীকে উৎসাহিত করে, অনুপ্রেরণা দিয়ে, আলীগঞ্জবাসীর পাশে দাড়িয়ে, দায়িত্ব নিয়েই বলেছিলেন মাঠ রক্ষার দাবিতে আমি তোমাদের সাথে আছি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে পরবর্তীতে আমরা মাঠ পেয়েছি, আমরা জয়ী হয়েছি, উইন করেছি, তাই আজকে আমাদের এই উইনার কাপ টুর্নামেন্ট।

ট্রিটমেন্টের কারণে আমি থাকি বা না থাকি, থাকলে তো আমি স্বশরীরেই যাবো। কিন্তু যদি না থাকি তাহলে কথা হবে ফোনে। যদি সেলিনা হায়াৎ আইভীর প্রয়োজন হয়, তাহলে আমার ৩৪টি শ্রমিক সংগঠনসহ পুরো নারায়ণগঞ্জের শ্রমিক জনতা আছে তারা সবাই কাজ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।