
নারায়ণগঞ্জ সমাচার:
ফতুল্লা ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে থানা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে চেয়ারম্যান প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের ফতুল্লার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি লুৎফর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ইসহাক, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মীর জাকারিয়া জাকির, প্রচার সম্পাদক রেহমান শরীফ বিন্দু, মহিলা বিষয়ক সম্পাদক নাসিম আক্তার বিউটি, ত্রান বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, কার্যকরী সদস্য আবু মো: শরীফুল হক, লুৎফর রহমান, মোবারক হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কাদির,সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন, এনায়েতনগর ইউপি মেম্বার সালাউদ্দিন, ফতুল্লা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাসেদ প্রধান প্রমুখ।
সভায় এম. শওকত আলী বলেন, যদি শেখ হাসিনা হারিয়ে যায় তাহলে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা হারিয়ে যাবে, ঠিক তেমনিভাবে যদি শামীম ওসমান হারিয়ে যায় তাহলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীরা হারিয়ে যাবে। তাই স্বপনকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার মাধ্যমে শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে হবে।
নিপু বলেন, মেম্বাররা যাতে কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে নিপু বলেন, যারা দলের দু:সময়ে হামলা-মামলা খেয়েছে, তাদের মধ্য থেকে মেম্বার নির্বাচিত করেন। কেননা তারা দু:সময়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছর। আর যারা সুসময়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এসেছে তারা আবার দু:সময়ে চলে যাবে। যারা দু:সময়ে ছিলো তারাই সর্বদা পাশে থাকবে, যারা সুসময়ে এসেছে তারা চলে যাবে।
আব্দুল কাদির বলেন, এটা লুৎফর রহমান স্বপনের নির্বাচন নয়, শামীম ওসমানের নির্বাচন। স্বপন পরাজীত হলে শামীম ওসমান পরাজীত হবে। কাজেই সকলকে নিজের নির্বাচন মনে করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।