
নারায়ণগঞ্জ সমাচার:
গণসংবর্ধনার নামে নিজেই নিজেকে সংবর্ধনা দিলেন আলিরটেক ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন এমনটাই মনে করে নিতাইগঞ্জসহ আশেপাশের ব্যবসায়ীবৃন্দরা। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীদের মতে, জাকির হোসেন আলীরটেকে বেশ জনপ্রিয় হলেও শহরে তেমন নাম-ডাক নেই। আর তাই নিজে যে সংগঠনের সভাপতি সেই সংগঠনের কাছ থেকেই গণসংবর্ধণা নিলেন তিনি। এতে অনেকটা হাস্যরসেরও সৃষ্টি হয়েছে নিতাইগঞ্জ এলাকায়।
বুধবার (১লা ডিসেম্বর) বেলা ১২টায় নিতাইগঞ্জের খোয়ারপট্টি এলাকায় নারায়ণগঞ্জ চট, বস্তা ও প্লাষ্টিক ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে তাকে এ সংবর্ধণা দেয়া হয়েছে বলে জানা গেছে।
গণসংবর্ধণা শেষে জাকির হোসেন নিজেই বলেন, বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ^ করোনার কারণে অর্থসংকটে ভুগছে। একইভাবে আমরা ব্যবসায়ীরাও অর্থ সংকটে ভুগছি। তারপরও এমন একটি সময়ে টাকা খরচ করে আমাকে এইভাবে সংবর্ধণা দেয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, স্বাধীণতার আগে গোগনগর ও আলীরটেক মিলে একটি ইউনিয়ন ছিলো। স্বাধীণতার পর থেকে এখন পর্যন্ত এই মার্কেট কোনো চেয়ারম্যানকে এভঅবে সংবর্ধণা দিয়েছে কিনা আমার জানা নেই।
সংগঠনটির সহ-সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোবিন্দ সাহার সঞ্চালনায় এতে আলীরটেক ইউনিয়নের নব-নির্বাচিত সকল মেম্বাররা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় কিছু ব্যবসায়ীবৃন্দও উপস্থিত ছিলেন।