দলের দু:সময়ে ভুমিকা রেখেছে কাজল চৌধুরী : এহসানুল হক নিপু

190

নারায়ণগঞ্জ সমাচার:

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা এহসানুল হক নিপু বলেন, আমার দেখা মতে, ২০০১ এর পরে আমরা যখন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঢাকার রাজপথ মিছিলে মিছিলে শ্লোগানে আমরা প্রকম্পিত করেছিলাম, সেদিন এই কাজল চৌধুরীর নেতৃত্বে বিশাল বিশাল মিছিল নিয়ে, জননেতা একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করেছিলো সেদিন।

ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী কাজল চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তক্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের লালপুরের পৌষাপুকুর পাড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নিপু বলেন, মীর সোহেল ভাই, শরীফের নেতৃত্বে কাজল চৌধুরাই সেদিন অগ্রণী ভুমিকা পালন করেছিলো, তাই অনুরোধ করবো যারা দু:সময়ে জননেত্রী শেখ হাসিনা, জননেতা শামীম ওসমানের হাতকে শক্তিশালী করেছে তাদেরকেই আগামী ২৬ তারিখের নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই প্রত্যাশা করছি। জননেতা শামীম ওসমানও তারুণ্যের নেতৃত্বকে পছন্দ করেন। যাকে আমরা দিনরাত ২৪ ঘন্টা মানুষের কাছে পাবো, তার পক্ষেই আমি কথা বলবো। তাই আমি বলতে চাই, ২৬ তারিখে এই কাজল চৌধুরীর পক্ষে আপনারা সকলেই ভোট দিবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের স্বপন ভাইকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।

তিনি বলেন, এই ৪নং ওয়ার্ডে আপনাদের উন্নয়নের জন্য একজন তরুণ সমাজ সেবক, মেম্বার দরকার। যাকে আপনারা রাতদিন ২৪ ঘন্টা ডাকলে পাবেন এমন একজন তরুণ জনপ্রতিনিধি দরকার। যার মাধ্যমে আমরা এই ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন সাধন করতে পারবো। বাচ্চা না কাঁদলে মাও যেমন দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে কান্নাকাটি করে হলেও যে আপনাদের এলাকার উন্নয়ন করতে পারবে তাকেই আপনারা ২৬ তারিখে নির্বাচিত করবেন। তাঁরা নির্বাচিত হওয়ার সাথে সাথে স্বপন ভাইকে সাথে নিয়ে আপনাদের এলাকার সকল সমস্যার বিষয়ে আমরা শামীম ওসমানের কাছে আবেদন করবো, যাতে আপনাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হয়।

আওয়ামীলীগ নেতা হাজী লিয়াকত হোসেনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মাসুদ, সদস্য আবু মো. শরীফুল হক, মোবারক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হেসেন, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কাজল চৌধুরী।