১৮নং ওয়ার্ডবাসী আর ভুল করতে চায় না – লাভলু

93

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বেয়াই, নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ১৮ নং ওয়ার্ডের কৃতিসন্তান, ওয়ার্ডের অন্যতম মুরুব্বী ফয়েজ উদ্দিন লাভলু বলেছেন, আজকে আমরা একটা বিশাল মিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গিয়েছি। এটা শুধু একটা মিছিল নয়, এটা জনপ্রিয়তার বহি:প্রকাশ। মানুষ গতবার যে ভুল করেছে, মানুষ এবারে আর সেই ভুল করতে চায় না, মানুষ এবার সেটা শুদ্ধ করতে চায়।আগামী নির্বাচনে মানুষ কামরুল হাসান মুন্নাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে নিয়ে আসবে ইনশা্‌আল্লাহ।

নাসিক নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী কামরুল হাসান মুন্নার গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে বিশালাকার মিছিল নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন কামরুল হাসান মুন্না।

লাভলু বলেন, আমরা মনে করি, প্রত্যেকটা প্রার্থী যোগ্য। তবে আমার প্রার্থী (কামরুল হাসান মুন্না) সবার চেয়ে যোগ্য। আমার প্রার্থী জয় বাংলার প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ-ছাত্রলীগের প্রার্থী, এলাকার সকল মানুষের প্রার্থী।

তিনি কামরুল হাসান মুন্নার উন্নয়ন দেখিয়ে বলেন, আপনারা এখানে দাড়িয়ে দক্ষিণ নলুয়া জামে মসজিদ দেখছেন সেটা মুন্না করেছে, একটা স্কন দেখছেন, তার আগে একটা মন্দির দেখছেন, স্বাধীণতা চত্বর, বাপ্পী চত্বর সবই মুন্না করেছেন। একটা মাদ্রাসা দেখছেন এটা আমরা এবং মুন্না সকলে মিলে করেছি। যেহেতু ও মানুষ, ওর ভুল-ত্রুটি থাকতে পারে, তবে আমরা কথা দিচ্ছি মুন্নার পক্ষ থেকে আর কোনো ভুল হবে না। মুন্না এখন খাঁটি সোনা হয়েছে, এই খাঁটি সোনা আপনাকে চিনতে হবে। একজন দক্ষ মানুষকে চিনতে হবে।

তিনি আরও বলেন, আপনারা আগেও কমিশনার দেখেছেন, এর আগেও কমিশনার দেখেছেন, আমার বড় ভাই দুলু কমিশনারকেও দেখেছেন। যাই হোক আমরা আর ভুল করতে চাই না, আমাদের এলাকাকে নর্দমার এলাকা করতে চাই না, আমাদের এলাকা সুইপার কলোনী এলাকা করতে চাই না। আমাদের এলাকা হবে নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ এলাকা, তার জন্য মুন্নার যতটুকু সহযোগীতা প্রয়োজন, ইনশ্আাল্লাহ আমরা তাকে তা করবো।