যতক্ষণ শরীরে রক্ত আছে, ততক্ষণ ওয়ার্ডবাসীর পাশে আছি – মুন্না

88

নারায়ণগঞ্জ সমাচার:

নাসিকের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেছেন, আজকের গণসংযোগে যারা আমার সাথে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমার ভোটার বা কর্মী মনে হয় নি। মনে হয়েছে আপনারা সবাই আমার এবং আমি আপনাদের সবার। যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমি আছি ১৮নং ওয়ার্ডবাসীর সাথে।

নির্বাচনকে কেন্দ্র করে বিশালাকার মিছিলের মাধ্যমে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় চলে এ গণসংযোগ কার্যক্রম।

মুন্না বলেন, যতদিন বাঁচবো আপনাদের পাশে থাকতে চাই, আমরা একসাথে মিলে এলাকার যে কোনো উন্নয়নের জন্য অবদান রাখতে চাই। কোনো অপশক্তি এখানে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, কোনো সমাজবিরোধী কার্যকলাপ এখানে কেউ আর করতে পারবে না ইনশ্আাল্লাহ।

তিনি বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন আমি আপনাদের জন্য কিভাবে কাজ করেছি। মাঝখানে হয়তো আমার কিছু ভুল-ত্রুটি ছিলো, আমি মানুষ হিসাবে ভুল করতেই পারি। যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা করছি।

তিনি আরও বলেন, আমরা ২০০৩ সালে প্রথম যে পৌরসভা নির্বাচন করেছিলাম সেটা ছিলো ১৬ই জানুয়ারী, সে নির্বাচনে আপনারা আমাকে জয়ী করেছেন। এবার ২০২২ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাও ১৬ই জানুয়ারী। তাই আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যাতে, আমরা পুরোনো সেই বিজয়ের দিনে আবারো ফিরে যেতে পারি। ইনশ্আাল্লাহ আমরা ফিরে যাবো আমাদের সেই পুরোনো দিনে। আমরা সেই হারানো ঐতিহ্য, স্মৃতি ফিরিয়ে আনার জন্য আজ একসাথে হয়েছি।