
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভী আবারো আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা পাওয়ায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, আরজু ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রবীণ আওয়ামীলীগ নেতা শহীদুল্লাহসহ জেলা-মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে আলী আহাম্মদ চুনকাসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করা হয়।