বৈদ্যুতিক পাখা প্রতীক পেলেন কাজল চৌধুরী

44

নারায়ণগঞ্জ সমাচার:

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতীক বরাদ্দ করা হয়।

এদিন বৈদ্যুতিক পাখা প্রতীক পান ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের হেভিওয়েট মেম্বার প্রার্থী কাজল চৌধুরী।

প্রতীক বরাদ্দ শেষে কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল ও র‍্যালি করে কাজল চৌধুরী।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।