শক্ত প্রতিদ্বন্দি না থাকায় নিরঙ্কুশ বিজয়ে পথে তারা

378
কাউন্সিলর বাবু, শকু, খোকন, ইস্রাফিল

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকী আর মাত্র ২৫ দিন। প্রতীক বরাদ্দ না হওয়ায় আচরণ বিধি লঙ্ঘনের ভয় থাকলেও গণসংযোগ, উঠান বৈঠকসহ নানা কৌশলে প্রচার-প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থী, ২৭ টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের সকল নারী কাউন্সিলর প্রার্থীরা।

প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও সাধারণ ওয়ার্ডগুলোর মধ্যে চারজন কাউন্সিলর প্রার্থী আছেন যারা ধীরে ধীরে নিরঙ্কুশ বিজয়ের পথেই এগোচ্ছেন। শক্তি প্রতিদ্বন্দি না থাকা, গত ৫ বছরের অক্লান্ত পরিশ্রম, উন্নয়ন ও এলাকাবাসীর পাশে থাকার স্বীকৃতিস্বরূপ হেসে খেলেই এবার বিজয়ী হবেন তারা এমনটাই ভাবছেন ওয়ার্ডগুলোর বাসিন্দাসহ নগরবাসী।

মানুষের মন জয় করা অত্যন্ত সফল এ চার কাউন্সিলর প্রার্থী হলেন ১৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ইস্রাফিল প্রধান।

১৭ নং ওয়ার্ডে গিয়ে এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানান, গত ৫ বছরে বাবু আমাদের জন্য যা করেছে তা দেখে অন্য ওয়ার্ডের বাসিন্দারা অনেকটা আফসোস করে বলেছেন কেন আমরা ১৭ নং ওয়ার্ডের ভোটার বা জনগন হলাম না। উন্নয়ন, এলাকাবাসীর সুখে-দু:খে সর্বদা বাবুকে আমরা পাশে পেয়েছি। করোনাকালীণ সময়ে দিনরাত ২৪ ঘন্টা মানুষের খোঁজ-খবর নিয়ে, মানুষের জন্য বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিয়ে খাবারের ফেরিওয়ালা উপাধি পেয়ে অনেকটা ইতিহাস সৃষ্টি করে দেশব্যাপী আলোচিত হয়েছে আমাদের বাবু। ইনশা্‌আল্লাহ এবারও বাবুর জয় হবে আগের চেয়েও বেশী ভোটের ব্যবধানে।

১২নং ওয়ার্ডের ভোটাররা বলেন, শওকত হাশেম শকুর অবদান ওয়ার্ডবাসী কখনোই ভুলবে না। অত্যন্ত পরিশ্রমী শকু সিটি কর্পোরেশনের যে কোনো ওয়ার্ডের তুলনায় বেশী উন্নয়ন করে ১২ নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠিত করেছে। রাস্তা-ঘাট, ড্রেন সংস্কার সবই করেছে শকু। করোনাকালে খানপুর হাসপাতালসহ মানুষের সেবায় নারায়ণগঞ্জে যাদের অবদান সবচেয়ে বেশী তাদের মধ্যে শকু অন্যতম একথা জানা সবারই। শকুর বিকল্প হিসাবে কেউ নেই এ ওয়ার্ডে এমনটাই জানান তারা।

১০ নং ওয়ার্ডবাসী জানান, সরকারী তহবিল হোক বা ব্যক্তিগত তহবিল সকল জায়গা থেকেই উন্নয়ন করে ওয়ার্ডবাসীর মনে জায়গা করে নিয়েছেন ইফতেখার আলম খোকন। করোনাকালীণ সময়ে যখন অনেকে ঘর থেকে বের হন নাই, তখন নিজের ওয়ার্ড এমনকি অন্যান্য ওয়ার্ডের মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে খোকন। ফলে খোকনই আবার কাউন্সিলর হবে এমনটাই দাবী তাদের।

০৯ নং ওয়ার্ডের জনগন বলেন, সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের মধ্যে অন্যতম নম্র, ভদ্র, মিষ্টভাসি ইস্রাফিল প্রধান। তার মতো কাউন্সিলর পেয়ে আমরা অত্যন্ত খুশী। যে কোনো বিপদে-আাপদে, যখনই ডাকি তখনই কাছে পাওয়া যায় ইস্রাফিলকে। করোনাকালেও এলাকাবাসীর সেবায় ব্যস্ত সময় পার করেছে সে। ইস্রাফিল জনগনের প্রার্থী, ইস্রাফিল আমাদের প্রার্থী জয় তার হবেই।

এছাড়াও জানা গেছে, এই চারটি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরদের তুলনায় শক্ত কোনো প্রতিদ্বন্দি নেই। যারা আছে তাদের অনেককে এলাকাবাসী ভালো করে চিনেও না। ২/১ জনের পরিচিতি থাকলেও দেশের ক্রান্তিকালে তথা করোনাকালে তারা ছিলেন লাপাত্তা। ফলে বর্তমান কাউন্সিলরদের বাদ দিয়ে নতুন কাউকে কাউন্সিলর করার মতো ভুল করবে না এলাকাবাসী এমনটা্ই দাবি তাদের। ফলে অনেকটা নির্ভার হয়ে খুশীর আমেজে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বাবু, শকু, খোকন ও ইস্রাফিল প্রধান।

এ বিষয়ে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আমার উন্নয়নের স্বাক্ষী হচ্ছে আমার এলাকার মানুষ। আমার উন্নয়ন এবং পাশে থাকার বিষয়টি মনে রাখলে এলাকাবাসী অবশ্যই আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি আশাবাদি।

কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, যখন মানুষ ঘর থেকে বের হয় না সেই বিপদের মুহুর্তে আমি মানুষের পাশে দাড়িয়েছি। একই সাথে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, মেজর কোনো কাজ বাকী নেই আমার ওয়ার্ডে। আমি আশাবাদি যে, জনগন এসকল বিষয় বিবেচনায় রেখেই আমাকে পুনরায় নির্বাচিত করবে।

কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, গত নির্বাচনে জয়ের পর আমার ভাবনা ছিলো আমার প্রতিদ্বন্দি প্রার্থীরা জয়ী হলে যে কাজ করতো আমি তাদের সাথে কথা বলে সেই কাজগুলো করেছি। আমি জনগনের উন্নয়নের লক্ষ্যে তাদের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। এছাড়া করোনাকালীণ সময়েও মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেন, সুষ্ঠু ও সঠিক নির্বাচন হলে আমার ওয়ার্ডের জনগন জানে পুরান কাউন্সিলরের কোনো বিকল্প নাই। আমরা করোনাকালীণ সময়ে মাঠে ছিলাম, মানুষের পাশে ছিলাম। আবারো জয়ী হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি, প্রাইমারী স্কুল, খেলার মাঠসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান তিনি।