শপথ নিলেন নারায়ণগঞ্জের ১৬ ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিরা

87
১৬ ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান-মেম্বার, বন্দর উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান-মেম্বার ও রূপগঞ্জ উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ মোট ২০৮ জনপ্রতিনিধি শপথ নিয়েছেন।

গতকাল বুহস্পতিবার (২৩ ডিসেম্বর)বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. মোস্তইন বিল্লাহ। মেম্বারদের শপথ বাক্য পাঠ করার স্ব স্ব উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তাগন।

১৬ ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফাতেমাতুল জান্নাত। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শামীম বেপারী, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: রিফাত ফেরদৌস, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস প্রমুখ।

এম শওকত আলী চেয়ারম্যানদের শপথ পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক

শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক

বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মুসাপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে শপথ পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলী, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।