জেলা-মহানগর আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে আইভীর পক্ষে কাজ করছে – নানক

20
জেলা-মহানগর আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে আইভীর পক্ষে কাজ করছে - নানক

নারায়ণগঞ্জ সমাচার:

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঢাকায় সাংবাদিকরা শুধু নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে প্রশ্ন করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখুন এই বিজয় সমাবেশের মঞ্চের দিকে তাকিয়ে। জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ কতো ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে ডা. সেলিনা হায়াৎ আইভীকে সামনে নিয়ে।

স্বাধীণতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের বিজয় দিবস ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা-মহানগর আওয়ামীলীদের উদ্যোগে শেখ রাসেল পার্কে এ বিজয় সমাবেশে অনুষ্ঠিত হয়।

নানক বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে আজকের এই আলোচনা সভা। ১৬ই জানুয়ারী নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে সামনে রেখে আমরা এই বিজয় সমাবেশ অনুষ্ঠান করেছি। এই বিজয় সমাবেশের উপস্থিতি জানান দিয়েছে যে, জননেত্রী সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য ডা. সেলিনা হায়াৎ আইভীকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবে এই নারায়ণগঞ্জবাসী।

জেলা-মহানগর আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে আইভীর পক্ষে কাজ করছে – নানক

তিনি বলেন, শেখ হাসিনা চুলচেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন। আইভী গত ৮৪ হাজার ভোটের ব্যবধানে জয় করেছে, ইনশ্আাল্লাহ এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবে। এ নির্বাচনকে সামনে রেখে আমরা এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছি একটি কারণে, আর তা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছে। তিনি ডা. সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের মধ্য দিয়ে আগামী ২০২২ সালের নির্বাচনে জয়লাভের শুভ সুচনা করতে চান।

তিনি আরও বলেন, আমি পরিস্কার বলতে চাই, নেতায় নেতায় প্রতিযোগীতা থাকতে পারে। কিন্তু কর্মীরা হলো শেখ হাসিনার কর্মী। নেতায় নেতায় প্রতিযোগীতায় থাকতেই পারে, প্রতিযোগীতা না থাকলে সেটি জড়বস্তুতে পরিণত হয়। সেই কারণে প্রতিযোগীতা করুক, কোনো অবস্থায়ই প্রতিহিংসায় যেন পরিণত না হয় সেদিকে আপনাদের কড়া দৃষ্টি রাখতে হবে।

স্বাধীণতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগের বিজয় সমাবেশ

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় উল্লেখ করে নানক বলেন, ঢাকায় সাংবাদিকরা শুধু নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে প্রশ্ন করে, দেখুন এই দিকে মঞ্চের দিকে তাকিয়ে। জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ কতো ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে ডা. সেলিনা হায়াৎ আইভীকে সামনে নিয়ে।

সবশেষে তিনি বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্ব স্ব জায়গা থেকে এই নির্বাচনে আপনাদের ভোট ক্যাম্পিং করতে হবে, ভোটারদের বাড়িতে বাড়িতে যেতে হবে, ভোটারদের হাত ধরতে হবে, পা ধরতে হবে, নৌকা মার্কায় ভোট আনতে হবে এটাই আমার উদাত্ত আহবান রইলো আপনাদের কাছে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, আহমাদ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।