
নারায়ণগঞ্জ সমাচার:
মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আয়োজিত বিজয় সমাবেশে বিশালাকার মিছিল নিয়ে যোগদান করেন যুবলীগ নেতা আরাফাত রহমান ওসিন।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা-মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এ বিজয় সমাবেশে যোগদেন তিনি।
আরাফাত রহমান ওসিন’র নেতৃত্বে মিছিলে রাতুল, অভিসহ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজয় সমাবেশে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এড. জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন।