
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এবং আমি দায়িত্ব নেয়ার পর গত দশ বছরে ৮নং ওয়ার্ডে আমি প্রায় দুইশত কোটি টাকার কাজ করেছি। আপনাদের কাউন্সিলর রুহুল আমাকে বারবার তাগিদ দিয়ে কাজ নিয়ে আসতো। এ ওয়ার্ডে অনেক অনেক কাজ হয়েছে, আমি ভোট চাইলাম না, আপনাদের কাছে রেখে গেলাম।

প্রতীক বরাদ্দের পর গতকাল বুধবার দুপুরে নাসিক ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা কালে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

৮নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে এ ভোট প্রার্থণা করেন তিনি। আইভী আসবে এ এলাকায় এমন খবর জানার পর থেকেই পাড়া-মহল্লার মোড়ে মোড়ে, প্রতিটি বাড়ি-ঘরের সামনে রাস্তায় প্রচুর নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ ভোটাররা ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন আইভীকে একনজর দেখার জন্য। ফুলের বৃষ্টি হয় আইভীর গণসংযোগে, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ দল বেধে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকেন আইভীর জন্য।

আইভী বলেন, জনগনের প্রয়োজনেই আমি কাজ করেছি এবং এই যে এই ওয়ার্ডে ঘুরছেন, রাস্তা-ঘাট ড্রেন যা আছে, সবই নির্মাণ করেছি। মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি, সততার সহিত, ঈমানের সহিত, আন্তরিকতার সহিত কাজ করেছি, নি:স্বার্থভাবে আমি আমার জনগনকে ভালোবেসেছি এজন্যই জনগন আমাকে ভোট দিবে। আমি জনগনের কাছে ছিলাম, মা-বোনদের কাছে ছিলাম এজন্য তারা আমাকে ভোট দিবে।

তিনি আরও বলেন, আমরা যেখান দিয়ে হাটছি, এখানে ৫ বছর আগে হাটু পানি ছিলো, আজকে আমরা এই পাকা রাস্তা দিয়ে হেটে যাই। কোনো জলাবদ্ধতা নেই এখানে। রাস্তা-ঘাট সব আর সি সি ঢালাই করা। দুইটা পানির পাম্প এখানে স্থাপন করেছি, মানুষের পানির ব্যবস্থা করেছি। নি:স্বার্থভাবে আমি মানুষের জন্য কাজ করেছি, কোনো কিছুর বিনিময়ে না।

এসময় আশেপাশের বাড়ি-ঘর থেকে নারী-শিশু-বৃদ্ধরা আইভীকে হাত নেড়ে অভ্যর্থণা জানান এবং আইভীও এসময় জনগনকে হাত উঠিয়ে সালাম জানান, হাত নেড়ে ভোট প্রার্থণা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন ভুইয়া, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লা, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল বাবু, যুবলীগ নেতা হিমেল প্রমুখ।