
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে সফল কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল এমনটাই দাবী ওয়ার্ডবাসীর। ওয়ার্ডবাসীর মতে, মূলত কাউন্সিলর বাবুকে নয় এই ওয়ার্ডের উন্নয়নকেই বাধাগ্রস্থ করতে চায় ষড়যন্ত্রকারীরা। কেননা বাবু মানেই ১৭নং ওয়ার্ডের উন্নয়ন, এ ওয়ার্ডের উন্নয়ন মানেই আব্দুল করিম বাবু।

জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রায় ৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দি মিনহাজুল কাদির মিমনকে হারিয়ে ওয়ার্ডবাসীর সমর্থন নিয়ে প্রথমবারের মতো ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আব্দুল করিম বাবু।

কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই এলইডি লাইট স্থাপন, ড্রেন, রাস্তা-ঘাট নির্মাণসহ ওয়ার্ডের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন তিনি। শুধু উন্নয়নেই নয়, মানুষের সুখে-দু:খে সবসময় মানুষের পাশে ছিলেন তিনি। করোনাকালেও ওয়ার্ডবাসীর পাশে সার্বক্ষণিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন কাউন্সিলর বাবু। ওয়ার্ডবাসীর মাঝে দফায় দফায় খাবার বিতরণ করে দেশব্যাপী আলোচিত হন তিনি, এক পর্যায়ে তাকে খাবারের ফেরিওয়ালা উপাধিতে ভুষিত করে এলাকাবাসী।

এছাড়া ২০১১ সালের নির্বাচনে পরাজয়ের পরও এলাকার সবচেয়ে বড় সমস্যা পানির সমস্যার সমাধান করেন বাবু। ওয়ার্ডের মধ্যে প্রায় ২৫টি সাবমারসিবল পানির পাম্প বসিয়ে দিয়েছেন সম্পূর্ণ নিজ খরচে। প্রতি বছর হাজার হাজার ওয়ার্ডবাসীর মাঝে কম্বল, মাছ, ঈদ বস্ত্র, ঈদ উপহার বিতরণ করেন বাবু। সবমিলিয়ে ১৭নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক কাউন্সিলর বাবু।

ওয়ার্ডবাসীদের সাথে আলাপকালে জানা যায়, দীর্ঘসময় ধরে ১৭ নং ওয়ার্ডে পানির সমস্যায় জর্জরিত ছিলো এলাকাবাসী। পাইকপাড়ায় বিশিষ্ট ধনী ব্যক্তি থাকা সত্ত্বেও পানির সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি। ঠিক তখনই নির্বাচনে পরাজয়ের পরও এলাকাবাসীর পাশে দাড়িয়ে এ সমস্যা সমাধান করে বাবু। আর এখন নির্বাচন এসেছে তাই একটি কুচক্রী মহল পানির বিষয়ে বাবুর বিরোধীতা করছে ও মিথ্যাচার করছে। কোথায় ছিলেন এতোদিন তারা প্রশ্ন রাখেন ওয়ার্ডবাসী।

সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্যোগ করোনাকালে বাবু যখন ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছিলো তখন কোথায় ছিলো বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই গোষ্ঠি। কাউকে তো কোনোদিন দেখি নি, কারো বাড়িতে দু-এক বেলা খাবারের ব্যবস্থা করতে। শীতের সময় কোথায় থাকেন তারা? যখন বাবু এলাকার গরীব-অসহায়দের মাঝে হাজার হাজার কম্বল বিতরণ করে।
ওয়ার্ডবাসীর মতে, মূলত নির্বাচন আসলেই কিছু দুষ্ট লোক মিলে একটি দুষ্টচক্র তৈরি করে। এই দুষ্টচক্রটি কখনোই এলাকার ও এলাকাবাসীর উন্নয়ন চায় না। তারা চায় নিজেদের স্বার্থ হাসিল করতে, আর এ স্বার্থ হাসিল করতে তারা যে কোনো পর্যায়ে নীচে নামতেও প্রস্তুত বলে জানায় এলাকাবাসী।

যারা কখনোই মানুষের সুখে-দু:খে মানুষের পাশে থাকে না, তারা নির্বাচন আসলেই জনপ্রতিনিধি হতে চায়, মানুষকে ঠকাতে চায়, মানুষের সাথে বেঈমানী করতে চায়। তারই ধারাবাহিকতায় এবারও একটি দুষ্টচক্র, ষড়যন্ত্রকারীরা এলাকার ও এলাকাবাসীর উন্নয়নকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে আব্দুল করিম বাবুর বিরোধীতা করছে, মিথ্যাচার করছে বলে দাবী ওয়ার্ডবাসীদের।