
নারায়ণগঞ্জ সমাচার:
অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে ওয়ার্ডবাসীর কাছে আরেকবার সুযোগ চাইলেন ১৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ও বর্তমান প্রার্থী শফিউদ্দিন প্রধান।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ওয়ার্ডের কালিরবাজারে স্বর্ণপট্টি এলাকায় শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন বলজিউর আখড়ায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে শফিউদ্দিন প্রধান বলেন, বিগত সময়ে আমি ৫ বছর কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছি। সর্বদা বিপদে আপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কতুটুক পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন।

তিনি আরও বলেন, এখন নির্বাচন অনেকেই প্রার্থী হবে এবং হয়েছে। কাকে ডাক দিলে পাশে পাবেন তা আপনারা সকলেই জানেন। করোনাকালীণ সময়ে যখন এসকল প্রার্থীরা ঘরে বসে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলো, তখন কিন্তু এই আমি সফিউদ্দিন আপনাদের কল্যাণে, আপনাদের সেবা করার লক্ষ্যে ঘরের বাইরে ছিলাম। তাই আমার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার লক্ষ্যে এবং আপনাদের আরও বেশী সেবা দেয়ার লক্ষ্যে আপনাদের কাছে আরেকবার সুযোগ চাই। আগামী ১৬ তারিখ আপনারা লাটিম প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আমলাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী সালাউদ্দিন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালক জাকির শেখ, পরিচালক আবুল বাশার বাসেদ, জেলা পূজা কমিটির সাবেক সহ-সভাপতি সুজন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব শেখ, মহানগর যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান, স্বর্ণ শিল্পাঞ্চলের মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।