
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও নাসিক ১৪ নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী মাসুম আহমেদ নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জনমত যাচাইয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকালে নগরীর দেওভোগ আখড়া এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে দলমত নির্বিশেষ সমগ্র ওয়ার্ডবাসী অংশগ্রহন করেন। সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকে নেমে আসে জনতার ঢল।

এসময় কাউন্সিলর পদপ্রার্থী মাসুম আহমেদ ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। আপনাদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে আমি কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে মাদক-সন্ত্রাস, ইভটিজিংসহ সকল অপরাধ নির্মূলে কাজ করবো।
তিনি আরও বলেন, আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি কখনও মানুষের উপকার ছাড়া ক্ষতি করি নাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আগামী ১৬ জানুয়ারী আমাকে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, গোয়ালপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল ঘোষ, মো: বাবুল, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুজন আইচ, যুবলীগ নেতা মো: হারুন অর রশীদ, মো: গোয়ালপাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি মো: ইসমাইল হোসেন নয়, সহ সভাপতি মৃদুল আহমেদ প্রমুখ।