
নারায়ণগঞ্জ সমাচার:
প্রথমবার বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিশনার, তারপর টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় খানপুর মেইনরোড এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে জনপ্রিয় কাউন্সিলর শওকত হাশেম শকুকে। একইসাথে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় খানপুর চিলড্রেন পার্কে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয় টানা চারবার জনপ্রতিনিধি হওয়া এ কাউন্সিলরকে।
এসময় শওকত হাশেম শকু বলেন, মহান আল্লাহর দরবারে লাখো, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তায়ালা’র অশেষ রহমতে ও আপনাদের (ওয়ার্ডবাসীদের) দোয়া, সমর্থন ও ভোটে টানা চারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। প্রকৃত অর্থে এ বিজয় আমার নয়, এ পুরো ওয়ার্ডবাসীর, এ বিজয় আপনাদের।
তিনি আরও বলেন, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। এবার আরও বেশী চ্যালেঞ্জ আমার কাধে। বিগত সময়ের মতো এবারও আমি যাতে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি, সেই জন্য আবারও সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
এসময় স্থানীয় নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সকলেই শকু এবং তার স্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।