আইভী তৃতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া

41
আইভী তৃতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ পৌরসভায় একবার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় নগরীর ১৬নং ওয়ার্ডের বাবুরাইলে ডা. সেলিনা হায়াৎ আইভীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২৩ জানুয়ারি) ২নং বাবুরাইল মোড়ে জনকল্যাণ সংসদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয় তাকে। একইসাথে শোকরানা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন আইভী

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় আইভী বলেন, আমাকে দোয়া করবেন আমি যেন বরাবরের মতো জনক্যাণে কাজ করতে পারি। শুধু এই ১৬নং ওয়ার্ডই নয়, বাকী ২৬টি ওয়ার্ডেও যেন একইভাবে কাজের ধারা অব্যাহত রাখতে পারি। এইবার দেখেছেন নানামুখী ষড়যন্ত্র হয়েছে, আপনারা যুবক-বৃদ্ধ সকলেই আমার পাশে ছিলেন। এভাবেই আপনারা যেন আমার পাশে থাকেন, আমি যেন সকল বাধাকে অতিক্রম করে কাজ করতে পারি।

তিনি বলেন, রাশু কাকা, তমিজউদ্দিন রিজভী কাকা, কাদির দেওয়ান কাকা সহ কৃতজ্ঞতা জানাচ্ছি জনকল্যাণ ক্লাবের সকল সদস্যদের।

বক্তব্য শেষে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় মহান রাব্বুল আলামিনের শোকর আদায় করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মোল্লা, নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রোকসানা খবির, নব-নির্বাচিত ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসান, স্বপন, মিঠু, উজ্জল, আবু হোসাইন প্রমুখ।