
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা রাফিউদ্দিন রিয়াদ বলেছেন, এ মাস স্বাধীনতার মাস। বর্তমানে স্বাধীণতার ৫০ বছর চলছে, তারপরও আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার, কাজ করার, রাজনীতি করার, মনের ভাব প্রকাশ করার মতো স্বাধীনতাটুকুও পাচ্ছি না। তবে আমি আশা করি সেদিন বেশী দুরে নয়, যখন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে।
শুক্রবার (৫ মার্চ) নগরীর দেওভোগ পাক্কা রোড প্রাইমারি স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান শীঘ্রই ফিরে আসবেন দেশে, বীরের বেশে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামাল, প্রধান বক্তা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরে এলাহী সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজীব, সহ-আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, সদস্য সাইফুল ইসলাম আপন, মো. মাসুদ, রিয়াজুল আলম ইমন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আহম্মেদ হৃদয়, বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈকত হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলনেতা হাসনাত জামান রিফাত, সাবেক ছাত্রদল নেতা নাজমুল জোয়ারদার প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।