রুদ্ধশ্বাস ম্যাচে গোপালগঞ্জকে হারিয়ে জয়ী নারায়ণগঞ্জ

45

নারায়ণগঞ্জ সমাচার:

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস মধুমতি জোনের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোপালগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার প্রথম ফাইনালে (মহিলা) মুখোমুখি হয় ফরিদপুর জেলা ও ঢাকা জেলা। খেলায় ফরিদপুর জেলা ২৪-১৭ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে।

দ্বিতীয় ফাইনালে(পুরুষ) মুখোমুখি হয় স্বাগতিক নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জ জেলা। চরম উত্তেজনাপূর্ণ খেলায় নারায়ণগঞ্জ ২৬-২৩ পয়েন্টে গোপালগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন র‌্যাব এর মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার ও সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ জায়েদুল আলম, এনায়েতনগর ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান, ইউনাইটেড ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন টাপু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, এজেডএম ইসমাইল বাবুল, মোস্তফা কাওছার, সদস্য মোঃ জাকির হোসেন শাহিন, মোঃ রবিউল হোসেন, মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, ডা. রকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, আরিফ মিহির, মাহবুব হোসেন বিজন, সিরাজ উদ্দিন আহমেদ সহ ক্রীড়াবীদ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।

রাতে মনোরম আতঁশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।