
নারায়ণগঞ্জ সমাচার:
“সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থাগার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২২ উপলক্ষ্যে নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগারের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা গ্রন্থাগারের লাইবেরিয়ান দেবাশীষ ভদ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম।

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সুধীজন পাঠাগারের সভাপতি কাশেম জামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা জাহান পাপরী প্রমুখ।
এতে বক্তারা বলেন, শিশু কিশোর বয়স থেকেই সকলকে পাঠাগার, গ্রন্থাগার তথা বইয়ের সাথে সম্পৃক্ত হতে বলেন। কেননা বইয়ের সাথে যারা সম্পৃক্ত হয় তারা কখনো অন্যায়, সন্ত্রাসী কর্মকান্ড, ইভটিজিং সহ কোনো অপরাধে জড়িত হতে পারে না। তাই সন্তানদের এবং অভিভাবকদের আরো বেশী বই পড়তে বলেন তারা।