জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের পুনর্মিলনী

325
জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের পুনর্মিলনী

নারায়ণগঞ্জ সমাচার:

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর ২নং রেল গেইট এলাকায় গ্র্যান্ড প্যাসিফিক রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

স্মৃতিচারণ, হৈ-হুল্লোর, কেক কাটা, আপ্যায়নসহ দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিলো অনুষ্ঠান। জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের ৬০/৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের পুনর্মিলনী

স্কুল জীবনের হারিয়ে যাওয়া বন্ধুদের একসাথে ফিরে পেয়ে সকলেই নিজেদেরকে আলিঙ্গন করেন পুরোনো বন্ধুত্বের মায়ায়। বন্ধুত্বের এক একটা পরিচ্ছদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এ আয়োজনে।

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের পুনর্মিলনী

প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অনুভুতি জানাতে গিয়ে বলেন, স্কুল জীবনের বন্ধুদের ভোলা যায় না কখনোই। তারপরও নিজ নিজ ব্যস্ততার কারণে অনেকেই হারিয়ে যায়। কেউ যাতে হারিয়ে না যায়, বন্ধুত্বের যে বাধনে আমরা জড়িয়েছি এ বিদ্যাপিঠে পড়ার সময় তা যেন অক্ষুন্ন থাকে তাই সকলের প্রচেষ্টায় আমরা আজ একত্রিত হয়েছি। খুবই আনন্দিত আমরা একসাথে হতে পেরে।

তারা আরও বলেন, শিক্ষকরাই জাতির মেরুদন্ড গড়ার প্রধান কারিগর। কখনো তাদের কোমল মায়ায়, কখনো বা বেত্রাঘাতে আমাদের মানুষ হিসাবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। তাই বন্ধুদের পাশাপাশি শিক্ষকদের নিয়ে আমাদের আজকের এ আয়োজন।

অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।