করোনা সচেতনতায় রিয়েন’র মাস্ক বিতরণ

33

নারায়ণগঞ্জ সমাচার:

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বাবুর ছেলে এম র কে রিয়েন।

গতকাল মঙ্গলবার দিনভর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যবসায়ী,  পথচারীদের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করা হয়। তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান রিয়েন।

এম আর কে রিয়েন বলেন, সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জনগণের মাঝে সচেতনতা বাড়াতে এমন কার্যক্রমে সকলের অংশগ্রহন প্রয়োজন। আমার বাবার নির্দেশে এভাবেই যেন সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি, সকলের সেই দোয়া কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব রিয়াদ হাসান।