
নারায়ণগঞ্জ সমাচার:
১৬ই জানুয়ারী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ঝুড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ খোকন।
গতকাল শনিবার সকালে ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় কদমরসূল দরগাহ’র সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৪,৫৩০। এর মধ্যে ৯১৭৯ টি ভোট প্রদান করা হয়েছে ৬টি ভোট কেন্দ্রে। ছয়টির মধ্যে ৫টি ভোট কেন্দ্রে আমি মোঃ খোকন ঝুড়ি প্রতিকে ২২২২টি ভোট পেয়েছি। এই পাঁচ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক কাউন্সিলর মোঃ আফজাল হোসেন ঘুড়ি প্রতিক নিয়ে ২১৫০টি ভোট পান। অর্থাৎ আমার প্রাপ্ত ভোট হইতে ৭২টি ভোট কম প্রাপ্তি ছিল।

এ অবস্থায় প্রশাসনের সাথে যোগসাজসে কদম শরীফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনায় বিঘ্ন সৃষ্টি করে প্রিজাইডিং অফিসার। তিনি রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোট গননা স্থগিত রেখে কারচুপির মাধ্যমে আমার ঝুড়ি প্রতিকের পোলিং এজেন্টদের রেজাল্ট শিট না দিয়ে তাদেরকে বের করে দেন এবং তাড়াহুড়ো করে ভোট গণনা শেষ করে কেন্দ্র ত্যাগ করেন। এ সময় আমি এবং আমার সমর্থকরা ভোট পুনঃগণনার দাবি জানালে প্রিজাইডিং অফিসার কোন প্রকার সহযোগীতা না করে আমাকে ও আমার সমর্থকদেরকে পুলিশ র্যাব ও বিজিবি দ্বারা এলোপাতাড়িভাবে পিটিয়ে কেন্দ্র ত্যাগ করে।
অঃতপর আমি এ ব্যাপারে গত ৯/০২/২০২২ইং তারিখে বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা জজ নাঃগঞ্জ এর আদালতে মামলা দায়ের করি। মামলা নং- ০১/২০২২, এ মামলায় বিজ্ঞ বিচারিক আদালত বিবাদী তথা আমার অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আফাজল হোসেন এর বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না এই মর্মে ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

সবশেষে তিনি বলেন, নির্বাচন পরিচালনাকারী সকল উচ্চ পদস্থ কর্মকর্তা ও নির্বাচনী ট্রাইব্যুনাল এর সকলের নিকট ভোট কারচুপির সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। সেই সাথে উক্ত কেন্দ্রে পু:নরায় ভোট গ্রহনের জন্য আবেদন করছি ও দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, মামলা করার কারণে বর্তমানে আমি, আমার পরিবারের সকল সদস্য এবং আমার কর্মী সমর্থকরা হুমকি ধামকি ও সন্ত্রাসী হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই মামলার বিষয় নিয়ে আমদের উপর আর কোন প্রকার সন্ত্রাসী হামলা যেন না হয় সেই জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছি। সেই সাথে আদালতে এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকাশিত নির্বাচনের গেজেট থেকে ২৪নং ওয়ার্ডের ফলাফল স্থগিত রাখার জন্য আবেদন জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী আব্দুস সাত্তার (লাটিম প্রতিক), উজ্জল হোসাইন (ব্যাডমিন্টন প্রতিক), স্থানীয় মুরুব্বী রমজান, মহসিন আলী, কামাল বাদশাহ, মসফর আলী, ফয়সাল আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।