দাপটের সাথে আবারও মেয়রের চেয়ারে আইভী

41
দাপটের সাথে আবারও মেয়রের চেয়ারে আইভী

নারায়ণগঞ্জ সমাচার:

টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসে নগরমাতার দায়িত্ব গ্রহন করলেন অপরাজিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

গতকাল রবিবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে বাবা-মা’র কবর জিয়ারত শেষে নগর ভবনে আসেন তিনি।

নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা মেয়র আইভীকে বরণ করে নিচ্ছেন

এসময় নগর ভবনের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে লাল গালিচার উপর দিয়ে হেটে নগরভবনের ভেতরে প্রবেশ করেন তিনি। সিটি কর্পোরেশনের সিইও আবুল আমিন সহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

মেয়রের চেয়ারে বসে দায়িত্বগ্রহনের পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, আমি কোনো নতুন মানুষ নই, বরং পুরোনো হিসাবেই এ চেয়ারে বসছি। অতীতে যেভাবে নির্বাচিত সকল কাউন্সিলরদের সাথে নিয়ে কাজ করেছি, এবারও সকল কাউন্সিলরকে সাথে নিয়েই নারায়ণগঞ্জবাসীর চাহিদা মোতাবেক কাজ করবো। সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে, এই শহরের মানুষ যা চায় সেই কাজ করার চেষ্টা করেছি।

দাপটের সাথে আবারও মেয়রের চেয়ারে আইভী

তিনি বলেন, মাঝে ২ মাস আমি ছিলাম না। সাধারণত অনেকেই বলে আমলারা ঠিকমতো কাজ করে না, কিন্তু আমি বলবো অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সিইও আবুল আমিন সাহেবের নেতৃত্বে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত সুন্দরভাবে সিটি কর্পোরেশনকে চালিয়েছে। গত দুইমাস তারা অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। সকলকে আমি অন্তরের অন্ত:স্থল থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ে একটি অভিযোগও তাদের কারো বিরুদ্ধে আসে নাই।

দাপটের সাথে আবারও মেয়রের চেয়ারে আইভী

দল-মতের উর্ধ্বে উঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অতীতেও যেভাবে দল-মতের উর্ধ্বে উঠে সকলের সাথে কাজ করেছি, এবারও তাই করবো। আমি আমরা এই পরিষদকে আহবনা করবো, অতীতে যেভাবে এই সিটি কর্পোরেশন ছিলো, এবারও তাই থাকবে। কোনো দলাদলি, টেন্ডারবাজী, চাঁদাবাজী কোনো কিছু হতে পারবে না। সাধারণ মানুষের চাহিদা মোতাবেক কাজ করবো ইনশ্আাল্লাহ।

কাজের বিষয়ে তিনি বলেন, মেগা প্রজেক্টের মধ্যে কদমরসূল ব্রীজকে প্রাধান্য দিবো। জালকুড়িতে বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের একটি প্রজেক্ট আছে সেগুলো নিয়ে কাজ করবো। আমাদের মোট ৬টি মেগা প্রজেক্ট আছে সেগুলো শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার চেষ্টা করবো।

দাপটের সাথে আবারও মেয়রের চেয়ারে আইভী

সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে নিজের অবস্থান পরিস্কার করে আইভী বলেন, আমার অবস্থান অতীতে যেমন ছিলো, এখনই তাই। কোনো আপোষের মনোভাব নিয়ে আমি এখানে আসি নাই। আমি আপোষ করবো জনগনের সাথে কাজের জন্য, কাজের ক্ষেত্রে। কিন্তু কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের সাথে নয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নব-নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান রিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১১নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, শারমিন হাবিব বিন্নী, শাওন অঙ্কন প্রমুখ।