সংস্কৃতি হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয় – সালমা ওসমান লিপি

44
সংস্কৃতি হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয় - সালমা ওসমান লিপি

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান পত্মী ও জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি বলেছেন, আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয়। আমরা বিশ^াস করি আমাদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী।

সালমা ওসমান লিপিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লা ভিস্তার ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান বিপ্লব

নগরীর চাষাড়ায় লা ভিস্তা রুফটপ মাল্টি কুজিন রেস্টুরেন্টে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এবং পিঠা উৎসবের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ফটোসেশনে লিপি ওসমান

আজ রবিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকালে রেস্টুরেন্টটির পৃষ্ঠপোষকতায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন শেষে অংশগ্রহনকারী প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন লিপি ওসমান।

পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখছেন লিপি ওসমান

এতে লিপি ওসমান বলেন, এই পিঠা বানানো যেমনি ভাবে আমাদের সংস্কৃতি, ঠিক তেমনিভাবে এটা একটা শিল্প। এই পিঠাকে যদি আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমার বিশ^াস, আমাদের এই পিঠা উৎসব পুরো বিশে^ পালিত হবে। পিঠা উৎসব খুবই সুন্দর একটা আয়োজন, সুন্দর একটা উৎসব।

লিপি ওসমানের সাথে ফটোসেশনে নারীরা

লা-ভিস্তা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যদিও লা ভিস্তা ফারসি নাম, কিন্তু আজকে এরা প্রমান করে দিয়েছে এরা একেবারে আদ্যোপান্ত বাঙ্গালী। লা ভিস্তা যে এতো সুন্দর একটা আয়োজন করেছে, বসন্তের শুরু তথা ফাল্গুনের প্রথম দিনে এতো সুন্দর আয়োজনের জন্য লা ভিস্তাকে ধন্যবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন রেস্টুরেন্টটির ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান বিপ্লব।