নাসিক’র লোগো ব্যবহারের অভিযোগ পরাজিত প্রার্থীর বিরুদ্ধে

493
নাসিক’র লোগো ব্যবহারের অভিযোগ পরাজিত প্রার্থীর বিরুদ্ধে
নারায়ণগঞ্জ সমাচার:
সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে যাওয়ার পরও ব্যক্তিগত কার্যালয়ে নাসিক’র লোগো ব্যবহার করে সাইনবোর্ড সাটানোর অভিযোগ পাওয়া গেছে ১৮ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী কবির হোসাইনের বিরুদ্ধে। এ নির্বাচনে ঠেলাগাড়ি প্রতিকে প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নাসিক কর্তৃপক্ষ বলছে, শপথ গ্রহনের পর তিনি এটা পারেন না।
এদিকে, পরাজিত হওয়ার পরও নাসিকের লোগো ব্যবহার করতে পারেন কিনা এমন প্রশ্ন রাখেন স্থানীয়রা। স্থানীয়দের অনেকেই জানান, দেড় হাজারেরও বেশী ভোটের ব্যবধানে জয়ী করলাম একজনকে আর সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করবে আরেকজন তা কিভাবে হয়? তাছাড়া তিনিও তো একবার কাউন্সিলর ছিলেন তখন পরাজিত কোনো প্রার্থী বা সাবেক কাউন্সিলররা কি এ ধরনের কাজ করেছেন?
স্থানীয়রা বলেন, পাঁচ বছর পূর্বে ভোট দিয়ে কবিরকে জয়ী করেছিলাম। এটাই ছিলো আমাদের সবচেয়ে বড় ভুল, তারপর দীর্ঘ ৫ বছর নানা ভোগান্তির মধ্যে আমরা সময় কাটিয়েছি। এবার নির্বাচনে সেই ভুল শুধরে যোগ্য ব্যক্তিকেই কাউন্সিলর হিসাবে নির্বাচিত করেছি। কিন্তু হেরে গিয়েও বেহায়পনা করে যাচ্ছেন কবির। শিক্ষার ছোয়া থাকা বা নুন্যতম জ্ঞান থাকা কোনো ব্যক্তির পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তবে, অক্ষরজ্ঞানহীন ব্যক্তির দ্বারা অনেক কিছুই সম্ভব বলেও দাবি তার।
নাসিক’র লোগো ব্যবহারের অভিযোগ পরাজিত প্রার্থী কবির হোসাইনের বিরুদ্ধে
এক মুরুব্বী জানান, কবির তো মূর্খ, তাই আইন-কানুন সম্পর্কে না জেনেই গায়ের জোরে পাহাড় ঠেলার মতো কাজ করছে। এখানে জ্ঞান ও শিক্ষার চরম অভাব পরিলক্ষিত হচ্ছে।
বিষয়টি সম্পর্কে জানতে সরেজমিনে গেলে দেখা যায়, ১৮নং ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলর তার পুরোনো কার্যালয়ে সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করে নতুন একটি সাইনবোর্ড সাটিয়েছেন। যেখানে স্পষ্টত লেখা আছে সাবেক কাউন্সিলর কবির হোসাইনের কার্যালয়।
তবে হেরে যাওয়ার পরও তিনি এই লোগো ব্যবহার করতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তথা সিইও আবুল আমিন জানান, আমরা নতুন কাউন্সিলরকে নিয়ে কাজ করতে চাই।শপথ গ্রহনের পর পরাজিত বা পুরোনো কোনো প্রার্থীই এটা পারেন না।
পরাজিত হয়েও লোগো ব্যবহার করতে পারেন কিনা জানতে চাইলে পরাজিত কাউন্সিলর প্রার্থী কবির হোসাইন বলেন, আমি আইন জানি না। আইনে থাকলে ঠিক, না থাকলে বেঠিক।
আইন না জেনে লোগো ব্যবহার করে আইন অমান্য করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন ব্যানার না, পুরোনো ব্যানারেই শুধু সাবেক লেখাটা নতুন করে লিখেছি।