
নারায়ণগঞ্জ সমাচার:
হোসিয়ারী ব্যবসায়ীদের ক্রয়কৃত দোকান-ঘর পজিশন রেজিস্ট্রি না করে দিলে এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ে কোনো ষড়যন্ত্র হলে আন্দোলন-সংগ্রামের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক, সদস্য ও প্রতিষ্ঠান মালিকদের সাথে যৌথ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সনাতন পাললেনস্থ হোসিয়ারি ক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সজল বলেন, আমরা হোসিয়ারী ব্যবসায়ীরা মোটা অংকের টাকা দিয়ে দোকান ঘর পজিশন ক্রয় করার পরও ভবন মালিকরা তা সাফ কবলা বা রেজিস্ট্রি করে দিতে নানা টালবাহানা করে। ফলে আমরা আমাদের ন্যায্য পাওনা তথা মালিকানা থেকে বঞ্চিত হচ্ছি। যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, আগেও বহুবার অনুরোধ করেছি, এবারও ভবন মালিকদের প্রতি অনুরোধ রাখবো তারা যেনো অতি সত্ত্বর ক্রয়কৃত দোকানের পজিশন সাফ কবলা রেজিস্ট্রি করে দেন। যদি তারা কোনো টাল-বাহানা করেন তাহলে ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীদের সাথে নিয়ে মানববন্ধন, অনশনসহ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। ফলে কোনো ধরনের উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভারও ভবন মালিকদের নিতে হবে।

তিনি আরও বলেন, হোসিয়ারী এসোসিয়েশন একটি প্রাচীণ সংগঠন। এখান থেকেই বিকেএমইএ, বিজিএমই এর মতো নানা গুরুত্বপূর্ণ সংগঠনের জন্ম। আমাদের প্রায় ১২শ রেজিস্ট্রিকৃত সদস্য প্রতিষ্ঠান রয়েছে। সদস্য হয়নি এমন হোসিয়ারীর সংখ্যা প্রায় দশ হাজার। যারা শীঘ্রই হোসিয়ারী এসোসিয়েশনে যুক্ত হবেন।

এমপি-মেয়রসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বিশাল এ হোসিয়ারী শিল্পে প্রায় ১৫ লাখ শ্রমিক জড়িত। সব মিলিয়ে প্রায় ২০/২৫ লাখ মানুষের আয়ের ব্যবস্থা হয় এ শিল্প থেকে। আমরা ভ্যাট-ট্যাক্স দিয়ে সরকারের রাজস্ব আদায়ে ভুমিকা রাখি। এছাড়া আমাদের ৫% সদস্য বিদেশে এক্সপোর্ট করে। তাই এ শিল্পকে বাচিয়ে রাখতে, বিশাল এ জনগোষ্ঠির সমস্যা সমাধানের লক্ষে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় এমপি, মেয়র সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ সভাপতি (এসোসিয়েট) মোঃ নাছিম আহমেদ, পরিচালক (জেনারেল) আলহাজ্ব মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, আলহাজ্ব মোঃ আবদুল হাই, আলহাজ্ব মোঃ মনির হোসেন, পরিচালক (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, আলহাজ্ব নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান সহ এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানের মালিকবৃন্।