ভাষা শহীদদের স্মরণে জেলা যুবদলের শ্রদ্ধাঞ্জলি

24

নারায়ণগঞ্জ সমাচার:

ভাষার জন্য প্রাণ দেয়া রফিক, জব্বার, সালাম, বরকতসহ সকল ভাষা শহীদদের স্মরণে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

গত সোমবার সকালে নগরীতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তাক লাগানো মিছিল ও র‌্যালি করে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তারা।

ভাষা শহীদদের স্মরণে জেলা যুবদলের শ্রদ্ধাঞ্জলি

জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান স্বপন, রাসেল প্রমুখ।

এর আগে নগরীর মিশনপাড়ায় খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। পরে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বিশালাকার এক র‌্যালি করে যুবদল নেতৃবৃন্দ। এসময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দিতে দিতে চাষাড়ায় প্রবেশ করে এবং শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ভাষা শহীদদের স্মরণ করেন।