
নারায়ণগঞ্জ সমাচার:
ভাষার জন্য প্রাণ দেয়া রফিক, জব্বার, সালাম, বরকতসহ সকল ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মহানগর যুবদলের আহবায়ক কমিটি।

গত সোমবার রাতে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এর আগে নগরীর দেওভোগে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। পরে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বিশালাকার এক র্যালি করে যুবদল নেতৃবৃন্দ। এসময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সকলে মিলে শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং ভাষা শহীদদের স্মরণ করেন।
এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা মোতালেব, লিঙকন, ছাত্রদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, সাহেদ প্রমুখ।