
নারায়ণগঞ্জ সমাচার:
ভাষার জন্য প্রাণ দেয়া রফিক, জব্বার, সালাম, বরকতসহ সকল ভাষা শহীদদের স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
গত সোমবার সকালে বিশালাকার এক র্যালি নিয়ে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে সংগঠনটি। সংগঠনটির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তারা।
এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, সদস্য রিয়াজুল ইসলাম, রহিমা শরীফ মায়া প্রমুখ।
এর আগে নগরীতে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। পরে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বিশালাকার এক র্যালি করে বিএনপি। এসময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দিতে দিতে চাষাড়ায় প্রবেশ করে এবং শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ভাষা শহীদদের স্মরণ করেন।